• মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩, ১১:১৮ অপরাহ্ন

ঝিনাইদহের বিদ্যুৎ দিঘি পাড়ে বঞ্চিতজন সংঘের মিলন মেলা

শাহানুর আলম, ঝিনাইদহঃ / ৩৪ Time View
আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

আমাদের এদেশের আনাচে কানাচে প্রতি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে আছে সাহিত্য ভান্ডারের অমূল্য সম্পদ।কালের আর্বতে যদিও সব কিছু আজ বদলে গেছে আধুনিক সংস্কৃতির হালে, তবুও বাংলা মায়ের সাহিত্য ভান্ডারকে পরিপূর্ণ করতে যাদের অবদান অস্বীকার্য তারা এদেশের গ্রামীন সমাজের আউল বাউলের বিশেষ বড়ো একটি অংশ।

পল্লী মায়ের ঐতিহ্যকে বুকের গভিরে লালন করা, এবং অসহায় সুবিধা বঞ্চিত মানুষের আর্থিক সহায়তা দান ও সকল শ্রেণী পেশা জীবি মানুষের মুখে একদিনের একবেলা সুস্বাদু আহার তুলে দিতেই ঝিনাইদহ সদর উপজেলার ১নং সাধুহাটি ইউনিয়নের বংকিরা গ্রামের মৃতঃ আয়ুব বিশ্বাসের ছেলে,
(বঞ্চিতজন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান) “আনোয়ার পাশা বিদ্যুৎ” প্রতি বছর ইরেজি ১২ ফেব্রুয়ারি (বাংলা ২৯ মাঘ) বংকিরা গ্রামের হাওয়ন ঘাটা মাঠে নিজ দিঘির পাড়ে বাউল ও সাধারণ মানুষ নিয়ে আহার ভোঁজ অনুষ্ঠানের আয়োজন করে যাচ্ছেন।
সে ধারাহিকতায় এ বছরের ২০২২,
আজ শনিবার ১২/২/২২
এর বাউল সংগঠনের মিলন মেলা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন বাউল সংগীত শিল্পী, শ্রীঃ গোবিন্দ সরকার(বংকিরা), মোঃ আব্দুল রশিদ(গোবিন্দপুর),ও নাম জানা আরো অনেকেই
বাদ্যযন্ত্র শিল্পী, আনোয়ার হোসেন ফারাজি(বংকিরা), মোঃ হাসান (বংকিরা) সহ অত্র এলাকার বিশেষ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশেষ ব্যক্তিবর্গের মধ্যে সে সময় উপস্থিত ছিলেন,
১নং সাধুহাটি ইউপি সদস্য হাজরা বংকিরা ৮ নং ওয়ার্ড মেম্বর; শহিদুল ইসলাম মনশাদ”, হাজরা গ্রামের দুঃখী সাঁইজি আশ্রমের সভাপতি মোঃ আব্দুল লতিফ সাঁইজি, নাজমূল হক জীবন( সাবেক ইউনিয়ন যুগ্ম আহবায়ক আওয়ামী লীগ), বঞ্চিতজন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার পাশা বিদ্যুৎ, মোঃ তোয়া উদ্দীন ফারাজী, ডাঃ মোঃ হাফিজুর রহমান, ও সাংবাদিক গিয়াসউদ্দীন সেতু সহ আরো অনেকেই।
এ সময় সেখানে বিশেষ বক্তা হিসেবে সুবিধা বঞ্চিত মানুষের অধিকার আদায় সংক্রান্ত বিষয়াদি রক্ষা ও মানুষে মানুষে সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে বক্তব্য দেন, সংগঠনের প্রতিষ্ঠাতা ও সমাবেশের আয়োজক আনোয়ার পাশা বিদ্যুৎ।
প্রতি বছরের ন্যায় এবছর প্রায় হাজার দেড়েক মানুষের মাঝে সুস্বাদু আহার পরিবেশন করার মধ্য দিয়ে অনুষ্ঠানটির
সকল আনুষ্ঠানিকতার সমাপ্ত ঘোষিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1