ঝিনাইদহের পাখি প্রেমিক চা দোকানী
কাজী পিকু,ঝিনাইদহঃ
বন্য প্রাণী, পশু পাখিকে ভালবাসতে কোন অর্থ বিত্ত লাগেনা শুধু মন থাকলেই ভালবাসা যায় এসব প্রাণীকুলকে। তেমনটিই প্রমাণ করলেন ঝিনাইদহের এক চা বিক্রেতা। ঝিনাইদহ শহরের ফিরোজ ডায়াগনস্টিক সেন্টারের সামনে চা বিক্রেতা হাফিজুল ইসলাম তিনি প্রতিদিন শত শত শালিক, বুলবুলিসহ ছোট পাখির খাবার দেন। দিন শেষে তার দোকানের যে পাউরুটি, কেক, বিস্কুট যা অবশিষ্ট থাকে সেগুলো পাখিদের জন্য রেখেদেন। সকাল বেলা দোকান খোলার সাথে পাখিরা তার দোকানের আশেপাশে ঘুরঘুর করে, আর তিনি ছোট ছোট করে কেটে তাদের সামনে সেগুলো বিলিয়ে দেন। সাথে সাথে অন্য জায়গায় পানি দিয়ে দেন, পাখিরা ওগুলো খেয়ে তৃপ্তিতে কিচিরমিচির শব্দে লাফালাফি করে। প্রতিদিন তিনি পনের/বিশটা কেক, পাউরুটি, বিস্কুট তাদের জন্য বরাদ্দ রাখেন। এগুলো বিলিয়ে দিয়ে তিনি আনন্দ উপভোগ করেন। তিনি পেশায় একজন চা বিক্রেতা হলেও ছেলে মেয়েদের শিক্ষার ব্যাপারে অনেক আগ্রহী। দুই ছেলে মেয়ের মধ্যে ছেলে ২০২১সালের এসএসসি পরীক্ষার্থী আর মেয়ে এবার ৮ম শ্রেণী পাশ করেছে। তিনি আশা করেন ছেলে মেয়েদের উচ্চশিক্ষিত করে গড়ে তুলবেন।