ঝিনাইদহের পত্রিকা এজেন্টের ইন্তেকাল
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার স্বনামধন্য পত্রিকা এজেণ্ট ও আইনজীবী সমিতির সদস্য এ্যাডভোকেট বসির আহম্মেদ (৫৪) রবিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহী রাজিউন)। তিনি ঝিনাইদহ শহরের আদর্শ পাড়ার বাসিন্দা। মৃত্যুকালে তিনি দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। তার মৃত্যুতে ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান টিপু শোক ও সমবেদনা জানিয়েছেন। আজ সকাল ৯ঘটিকায় ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানিয়েছেন।