rbt
ঝিনাইদহ সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়নে পবিত্র ঈদ-উল-আযাহ উপলক্ষে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়েছে। রবিবার দিনব্যাপি ইউনিয়ন পরিষদ চত্বরে এ চাউল বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে চাউল বিতরণ উদ্বোধন করেন চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব নির্মল কুমার বিশ্বাস সহ পরিষদের সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ।
ইউনিয়নের ২হাজার ১শত ৩৩জন অসহায় মানুষের মাঝে ভিজিএফ’র চাউল বিতরণ করা হয়। ঈদ-উল-আযাহকে সামনে রেখে চাউল পেয়ে খুশি এসব মানুষ।
এছাড়াও দায়িত্ব নেওয়ার পর থেকে ইউনিয়নের মানুষের জন্য কাজ করে চলেছেন চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস।