• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৪:৪৪ পূর্বাহ্ন

ঝিনাইদহের ডায়াবেটিক হাসপাতালে ২৫ ভাগ বেতন কর্তনের প্রতিবাদে মানববন্ধন

Reporter Name / ৮৯ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

ঝিনাইদহের ডায়াবেটিক হাসপাতালে ২৫ ভাগ বেতন কর্তনের প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ
করোনার শুরুর দিকে হাসপাতালের আয় কমলেও এখন আগের মতই আয় হচ্ছে। কিন্তু করোনাকে পুঁজি করে ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালে ব্যবস্থাপনা কমিটি কর্মরত কর্মচারী ও কর্মকর্তাদের বেতনের ২৫ ভাগ কেটে নিচ্ছে। এমন অভিযোগ করেছে প্রতিষ্ঠানটির কর্মরতরা। বৃহস্পতিবার সকালে ডায়াবেটিক হাসপাতাল চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে এ অভিযোগ করা হয়।এসময় বন্ধ থাকে চিকিৎসা সেবা।

এ কর্মসূচীতে ব্যানার ফেস্টুন নিয়ে হাসপাতালের কর্মকর্তা, কর্মচারী ও চিকিৎসকরা অংশ নেয়। বক্তারা অভিযোগ করেন, করোনা শুরুর দিকে আমাদের বেতন ৫০ ভাগ কেটে নেওয়া হয়েছিল। আমাদের সাথে কোন প্রকার আলাপ বা আলোচনা না করেই এ সিন্ধান্ত দেওয়া হয়। রোগি কম আসার কারণে আমরা সেই সময় কোন প্রতিবাদ করিনি। কিন্তু বর্তমানে রোগি সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বেড়েছে হাসপাতালের আয়। তারপরও হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি আমাদের বেতনের ২৫ ভাগ কেটে নিচ্ছে। দিনের পর দিন তাদের কাছে বলা হলেও তারা কোন কর্ণপাত করছেন না। এতে চরম মানবেতর জীবন-যাপন করতে হচ্ছে।বক্তারা আরও অভিযোগ করেন, হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি অসৎ উদ্দেশ্যে নিয়ে আমাদের বেতন কেটে নিচ্ছে। দ্রæত আমরা পুর্নাঙ্গ বেতন ভাতা দেওয়ার দাবী জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1