নেতৃত্ব মানেই যে প্রভুত্ব নয়,সে অনুভূতি একজন নেতার মধ্যে থাকতে হবে। নেতার গুণই নেতৃত্ব। কোনো কাজকে সফল করতে হলে,নেতৃত্ব হতে হবে সুষ্ঠু। নেতৃত্বের কারণেই অনেক অসাধ্যকে সাধন করা যায়,অনেক ক্ষতির সম্মুখীন হয়েও নেতৃত্ব গুণেই টিকে থাকা যায়।
নেতৃত্ব একটি শিল্প। সঠিক নেতৃত্বের প্রভাবে একটি পরিবার,সমাজ,বাজার, প্রতিষ্ঠান, দেশ এমনকি বিশ্বও বদলে যেতে পারে। পৃথিবীর ইতিহাস আসলে নেতৃত্বের ইতিহাস। একজন নেতাকে সৎ ও আত্মসচেতন হতে হবে। সৎ ও দক্ষ নেতৃত্বের গুণে কুসংস্কার ও সামাজিক অনাচারকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারে সমাজ। আর নেতৃত্ব বিকাশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পরিবার,সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের। এ ছাড়া প্রয়োজন রয়েছে সাংস্কৃতিক আন্দোলনেরও। আজ যে নেতার বিষয় নিয়ে গল্প তিনি হলেন ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ছিলেন মৃত্যু ইসলাম শেখ যিনি ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন ছিলেন। তারই ছেলে ডাকবাংলা বাজার দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজিব শেখ।
তিনি সুনামের সাথে দীর্ঘ দিন বাজারের দায়িত্ব পালন করেন। সুখে-দুখে তিনি সব সময় ডাকবাংলা বাজারের দোকান মালিকদের সেবায় কাজ করেছেন। যখন তাকে যে ডেকেছেন তখনই তিনি ছুটে গিয়েছেন তার পাশে। সৎ,যোগ্য, সাহসী এবং সহানুভূতিশীল ব্যক্তি হলেন এই রাজিব শেখ। বাজারে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি সবসময় কাজ করে গিয়েছেন। বাজার ও বাজারের দোকান মালিকদের কল্যাণের জন্য ভাবনার ফসল হিসেবেই আছেন এই রাজিব শেখ।তিনি সবসময় সবার পাশে সুখে দুঃখে থাকতে চান।