ঝিনাইদহের ডাকবাংলা বাজারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ৯৬তম উপশাখা উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে ডাকবাংলা বাজারের অগ্রনী ব্যাংক ভবনের ২য় তলায় শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।
এসময় উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সহকারী ভাইস প্রেসিডেন্ট ও ঝিনাইদহ শাখার ব্যবস্থাপক বি এম জাহিদুল হক। এছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম, জোহান এগ্রো ফুড লিঃ এর সিইও মোয়াজ্জেম হোসেন, সাগান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল মামুন, ডাকবাংলা বাজারের দোকান মালিক সমিতির সভাপতি আব্দুর রহমান কামাল, উত্তর নারায়নপুর চালকল মালিক সমিতির সাধারণ সম্পাাদক আক্তার হোসেন ভান্ডারীসহ ব্যাংকের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ীগণ।
বক্তাগণ ব্যাংকের গ্রাহকদের মাঝে সকল সুযোগ সুবিধার সর্বোচ্চ পরিমান দেওয়ার জন্য এবং উন্নত সেবা পরিবেশনের জন্য ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি অনুরোধ জানান।
উদ্বোধনী দিনে বেসরকারী সংস্থা সিও’র নির্বাহী পরিচালক সামছুল আলম ১ কোটি টাকার ডিপজিট জমা রাখেন।
এসময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকতাগণ ভারসয়ালী সংযুক্ত থেকে দেশের নতুন ৫টি উপশাখার উদ্বোধন করেন।