• শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৩:১৪ পূর্বাহ্ন

ঝিনাইদহের জেলা প্রশাসককে বিদায়ী সংবর্ধনা প্রদান

মোঃ শাহানুর আলম,প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৫৮ Time View
আপডেট টাইম : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
smart

ঝিনাইদহের জেলা প্রশাসক মনিরা বেগমকে বদলী জনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত মিডিয়া কর্মীরা এই সংর্বধনা প্রদান ও মতবিনিময় করেন।

এসময় বিদায়ী জেলা প্রশাসক মনিরা বেগমের হাতে ফুলের তোড়া দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, জেলা রিপোর্টার ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রথীন্দ্র নাথ রায়।

এসময় জেলা প্রশাসক বলেন, আমি ঝিনাইদহ জেলায় দেড় বছরের মত ছিলাম, চেষ্টা করেছি বাল্য বিবাহ, আত্মহত্যা, নারী ও শিশু নির্যাতনরোধ করা,তাছাড়া সন্ত্রাস দমনসহ তরুণ তরুণীদের ফ্রীল্যান্সিং কাজের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা। জেলায় জন্মগ্রহনকারী সাধক লালন শাহ, পাঞ্জু শাহ, দুদ্দু শাহ, পাগলা কানাই, কবী গোলাম মস্তোফা, বীরশ্রেষ্ট হামিদুর রহমাসহ সকল গুনিজনদের যথাযথ সম্মান দিয়ে তাদেরকে আরও জানার জন্য গবেষণার ক্ষেত্র তৈরী করা। বিল বাওড় এগুলো উন্নয়ন করে পর্যটন এলাকা তৈরী করা, প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী স্মার্ট ভিলেজ গঠন করাসহ নানামুখী উন্নয়ন কর্মকান্ড শুরু করেছিলাম অনেক ক্ষেত্রে টাকাও বরাদ্ধ করেছি, আশাকরি নতুন যিনি আসবেন তিনি অবশ্যই এই ভাল কাজগুলো সমাপ্ত করবেন।

তিনি আরও বলেন আপনারা আমাকে যেমনভাবে ভালবেসে সহযোগীতা করেছেন নতুন ডিসি যোগদান করার পরে তাকেও সহযোগীতা করবেন, তাহলে জেলার উন্নয়ন কর্মকান্ড চলমান থাকবে। তিনি পরবর্তি কর্মস্থলে ভালভাবে কর্মকান্ড পরিচালনার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1