ঝিনাইদহের ঘোড়শাল থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে সদর থানা পুলিশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়শাল তালতলা পাড়া এলাকা থেকে ৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহ সদর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে নারিকেলবাড়িয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এস আই বদিউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঘোড়শাল তালতলা পাড়ায় জুয়া খেলা চলছে।
সে সময় ওই স্থানে অভিযান চলানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ২ জুয়াড়ি পালিয়ে গেলেও ৩ জুয়াড়িকে আটক করে পুলিশ। এ ঘটনায় ৫ জনকে আসামী করে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।