ঝিনাইদহ সদর উপজেলার ১৪নং ঘোড়শাল ইউনিয়নে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ সহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার।
অনুষ্ঠানে ঘোড়শাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শিবলী নোমান, ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা নিউটন বাইন, ইউপি সচিব প্রতাপ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আপনারা সকলে ঘরে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আপনাদের পাশে ছিলো, আছে, ইনশাআল্লাহ আগামীতে থাকবে।
অনুষ্ঠানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৫শত পরিবারের মাঝে ৫শত টাকা করে প্রধানমন্ত্রীর উপহার ও বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৫টি পরিবারের মাঝে ৫হাজার টাকা করে অর্থ সাহায্য প্রদান করা হয়।