ঝিনাইদহ সদর উপজেলার ৫নং কুমড়াবাড়ীয়া ইউনিয়নে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ১শত চা দোকানীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধানমন্ত্রীর দেওয়া এ সহায়তা প্রদান করা হয়।
কোভিড-১৯ এ, ক্ষতিগ্রস্থ এ সকল চা দোকানীদের মাঝে ১০কেজি চাউল, ১কেজি তেল, ১কেজি মসুরির ডাল, ২কেজি আলু ও ৫০০গ্রাম লবন বিতরণ করা হয়।
প্রধান অতিথি থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কুমড়াবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা সন্দিব কুমার বিশ্বাস, ইউপি সচিব ইমারত আলী সহ পরিষদের সকল সদস্যবৃন্দ।