ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক,পিকে নিউজঃ
ঝিনাইদহের কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের নব-নির্মিত একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে জাহেদী ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত এ ভবনের শুভ উদ্বোধন করেন জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। এসময় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি এ্যাড. আজিজুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, সাবেক অধ্যক্ষ বিসি বিশ্বাস, জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী সদস্য কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, তবিবর রহমান লাবু, এক্স কাঞ্চননগর এসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন, ম্যানেজিং কমিটির সদস্য ফয়সাল আহমেদ, জেলা পরিষদের সদস্য মুস্তাকিম মনির প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।