ঝিনাইদহের ইতিহাসে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে সর্বোচ্চ কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের ইতিহাসে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমান আদালতে সর্বোচ্চ কারাদণ্ড প্রদান। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান মাদক সেবনকারীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন। এরই ধারাবাহিকতায় সোমবার মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ সদর থানাধীন কুমড়াবাড়ীয়া গ্রামে তোরাপের ছেলে ছব্দুলকে মাদক সেবন ও রাখার অপরাধে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে ২৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।