সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট তামিলে ঝিনাইদহ জেলার মধ্যে শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করে পুরুষ্কার পেলেন চৌকস পুলিশ কর্মকর্তা এ এস আই রেজোয়ান হোসেন।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম এর মাধ্যমে ঝিনাইদহ পুলিশ সুপার আশিকুর রহমান বিপিএম,পিপিএম(বার) সোমবার মাসিক কল্যাণ সভায় তাকে কৃতিত্বের কারণে আর্থিকভাবে পূরুষ্কৃত করলেন। এ এস আই রেজোয়ান হোসেন ২০২১ সালের অক্টোবর মাসে মেহেরপুর গাংনী থানা থেকে হরিনাকুণ্ডু থানায় যোগদান করেন। দুই কন্যা সন্তানের জনক এই দায়িত্ববান পুলিশ কর্মকর্তা খুলনা বিভাগের খুলনা জেলার ডুমুরিয়া থানার খর্ণিয়া ইউপির রানাই গ্রামে জন্মগ্রহন করেন।
হরিণাকুণ্ডু থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম এর নির্দেশনায় আইনের স্বাশন প্রতিষ্ঠায় ও শান্তিশৃঙ্খলা রক্ষার্থে সুনাম ও নিষ্ঠার সাথে কাজ করে চলেছেন তিনি।