ঝিনাইদহে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করে দলটির জেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার সকাল ১১টায় ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ সভাপতি মিরাজুল ইসলাম মিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সভাপতি সমিনুজ্জামান সমিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আহবায়ক সাহেদ আহম্মেদ, সদস্য সচিব মাসুদ রুমি মিথুন, জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব মিলু, শাহরিয়ার রাসেল, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান শাহেদ প্রমুখ।
এছাড়াও সংগঠনটির জেলার সকল উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।