জাতির পিতা
কাজী পিকু
আমি নজরুলকে দেখিনি আমি রবীন্দ্রনাথকে দেখিনি
আমি দেখেছি বঙ্গবন্ধুকে
দেখেছি রাজপথ কাঁপানো
অকুতোভয় আগ্নেগিরির অগ্নুৎপাত সত্য-ন্যায়ের
কাব্যিক কণ্ঠধারীকে
জীবনানন্দের অনন্য কবিতা
স্বাধীনতার মহান পুরুষ
পৃথিবীরবুকে নতুন দেশের স্বপ্ন
বঙ্গভূমির জন্মদাতা পিতা শেখ মুজিবুর রহমান
কবির কাব্যিকতা কবির কাব্যময় ভাষণ
জনতার রক্তে শব্দের বাজপাখি
আমজনতার জয়বাংলা ধ্বনি
অনুরনিত করেছিলো উদ্যান
‘ রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেবো
এ দেশকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ ‘
সেইদিন পরাধীনতার শেকল ভেঙ্গে
স্বাধীনতা এনেছিলো বাঙ্গালীরা বঙ্গবন্ধুর কণ্ঠে
আর বঙ্গবন্ধু হয়েছিলো জাতির পিতা ।।