“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই শ্লোগানে ঝিনাইদহে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সমাবেশ
ঝিনাইদহ প্রতিনিধিঃ
১২ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে শহরের পোস্ট অফিস মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র সম্মান রক্ষায় সকলকে দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং ভাষ্কর্য ভাঙ্গার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান । শহরের পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ মঞ্চের সামনে ব্যানার নিয়ে উপস্থিত হন বিচার বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগসহ জেলায় কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এ প্রতিবাদ কর্মসূচির সার্বিক আয়োজনে ছিলেন জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ।এসময় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ জনাব চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব এম জি আজম, পুলিশ সুপার জনাব মোঃ মুনতাসিরুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট জনাব মুহা: হাসানুজ্জামান, সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম, জেলা পরিষদ সচিব জনাব রেজাই রাফিন সরকার, পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক জনাব ডাঃ জাহিদ আহমেদ, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক জনাব আব্দুল হামিদ খান, জেলা নির্বাচন অফিসার জনাব রোকনুজ্জামান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জনাব নিলুফার ইয়াসমিন প্রমূখ। এছাড়া বিভিন্ন দপ্তরের প্রধানগণ, উপজেলা নির্বাহী অফিসারসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।