বাংলাদেশে প্রতি বছর ৯ লাখ ব্যাগ রক্তের প্রয়োজন, কিন্তু সময়মতো শুধুমাত্র ৩২% রক্তের
চাহিদা পূরণ হচ্ছে । সমস্যাটি চিহ্নিত করতে পেরে, রাজধানীর সেন্ট জোসেফ হাই সেকেন্ডারি
স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তামজিদ রহমান উদ্যোগ নেন ব্লাডলিঙ্কের।
ব্লাডলিঙ্ক-এর আধুনিক ইন্টারঅ্যাকটিভ মেসেঞ্জার চ্যাটবট, যা রক্তের জন্য অনলাইনে
আবেদন করার সুবিধা প্রদান করে । এর সাথে সাথে ব্লাডলিঙ্ক সারাদেশে ৭৫+ স্বেচ্ছাসেবক
সংগ্রহ করে এবং দায়িত্বশীলভাবে কাজ করে ।
তাছাড়া, ব্লাডলিঙ্ক এর অনলাইন পোর্টাল এবং মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে
রক্ত সরবরাহ করা হয় এবং তার মাধ্যমে মানুষদের রক্তের জরুরি চাহিদা পূরণ হয়ে থাকে ।
এই প্রযুক্তির সাথে সংযুক্ত হয়ে ৫০+ রক্তের অনুরোধ দায়িত্বশীলভাবে র্পূণ করেন, যেগুলির
মধ্যে অধিকাংশ ডেঙ্গু আক্রান্ত রোগী। ব্লাডলিঙ্ক তাদের জন্য রক্ত সরবরাহের কাজ
সফলতার সাথে করে আসছে ।
রক্তদানে উৎসাহিত করতে ওয়ার্কশপ, ক্যাম্পেইন দেশব্যাপী রক্তদাতাদের কমিউনিটি তৈরি
করতে কাজ করে যাচ্ছে তামজিদের সংগঠন ব্লাডলিঙ্ক। ব্লাডলিঙ্ক-এর লক্ষ্যে ভবিষ্যতে
তহবিল সংগ্রহ করা এবং এই উদ্দেশ্যে ব্লাডলিঙ্ক এর কাজ আরও এগিয়ে নেয়ার পরিকল্পনা
করা হচ্ছে , এমনটাই জানান ঝিনাইদহের মেধাবি কৃতি সন্তান তামজিদ।
রক্তের জন্য আবদেন করতে ভিজিট করুন: bloodlink.xyz. অথবা গুগল প্লে স্টোর থেকে
ডাউন লোড করুন ‘BloodLink Portal’ মোবাইল অ্যাপ।