জনসচেতনতার নতুন উদ্যোগে শহরের মার্কেটে মার্কেটে মেয়র সাইদুল করিম মিন্টু
ঝিনাইদহ প্রতিনিধিঃ
করোনা ভাইরাসের কারনে বিশ্ববাসী যখন অসহায় হয়ে পড়েছে,করোনায় আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করছে,কর্ম ব্যস্ততা থেমে মানুষ লকডাউনে গৃহবন্দী ঠিক তখন ঝিনাইদহে চলছে মহা ধুমধামে ঈদের কেনাকাটা।গ্রাম আর শহরের মানুষ মিলে চলছে মাখামাখির মহাউৎসব। কেনাকাটার ক্ষেত্রে মানা হচ্ছে না কোন নিয়ম-কানুন। রাখছেন না একে অপরের নিরাপদ দূরত্ব। ঝিনাইদহে লকডাউন শিতিল করার পর শহরের মার্কেট, দোকান,ব্যাংকে বেপরোয়া মানুষের ভিড়।
যা আমাদের ঝিনাইদহবাসির জন্য সুখকর বিষয় নয় বরং দুঃখ ও কষ্টের। দিনদিন ঝিনাইদহে করোনা রুগীর সংখ্যা বেড়েই চলেছে। ঝিনাইদহবাসির কথা চিন্তা করে আজ মঙ্গলবার সকাল ১১ টার সময় পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু পায়ে হেঁটেহেঁটে ঈদের মার্কেট করতে আসা মানুষদের নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটা করার জন্য বলেন। তিনি সবাইকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করেন। তিনি আরও বলেন , আপনি বেঁচে থাকলে, পরিবার বেঁচে থাকবে।পরিবার বেঁচে থাকলে সবাই মিলে এরকম ঈদ উৎযাপন মহাধুমধামে করা যাবে। তাই আসুন আমরা সবাইমিলে নিরাপদ দূরত্ব বজায় রাখি,বাড়িতে থাকি নিরাপদ থাকি।