জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ ছাত্র কল্যাণ পরিষদের নবীনবরণ ও বনভোজন অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নবীনবরণ, বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জোহান ড্রীম ভ্যালী পার্কে এ আয়োজন করা হয়। ঝিনাইদহ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি রিগ্যান আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ -১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব সাইদুল করিম মিন্টু। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, কালীগঞ্জ কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ইমদাদুল হক সোহাগ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শফিকুর রহমান রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক নাছিম রেজা, সাংগঠনিক সম্পাদক সম্রাট আকবর, এম তুহিনুজ্জামান তুহিন, আনিছুর রহমান শিশির। অনুুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রকল্যাণ পরিষদের আবু সাঈদ মোহাম্মদ মানিক। বক্তারা ছাত্রকল্যাণ পরিষদের সকল প্রকার সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস প্রদান করেন।