• শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:১১ পূর্বাহ্ন

চেয়ারম্যানের দ্বারে দীর্ঘদিন ঘুরেও ঝিনাইদহের বিধবা রনজু খাতুনের কপালে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড

প্রধান প্রতিবেদক,ঝিনাইদহ / ৪৮ Time View
আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
চেয়ারম্যানের দ্বারে দীর্ঘদিন ঘুরেও ঝিনাইদহের বিধবা রনজু খাতুনের কপালে জোটেনি বয়স্ক কিংবা বিধবা ভাতার কার্ড

বিভিন্ন দপ্তর ও জনপ্রতিনিদের দ্বারে দীর্ঘদিন ঘুরেও মোছাঃ রনজু খাতুনের কপালে জোটেনি বিধবা,বয়স্ক ভাতা, ভিজিডির কার্ড কিংবা প্রধানমন্ত্রীর দেওয়া ঘর। তার মাথা গোজার ঘর বা জমি কিছুই নেই ঝিনাইদহের হতদরিদ্র বিধবা রনজু খাতুনের।
রনজু খাতুন অন্যের জমির উপর নাতি-নাতনী নিয়ে অর্ধাহারে,অনাহারে দিন যাপন করছেন। রনজু খাতুন ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের মৃত আনোয়ার হোসেনের মেয়ে।
খোজ নিয়ে জানা যায়,রনজু খাতুনের স্বামী মারা যাওয়ার পর থেকে সে বিভিন্ন মানুষের বাড়ীতে কাজ করে অর্ধাহারে,অনাহারে দিন কাটাচ্ছেন। নিজের এক টুকরো জমি না থাকায় সে অন্যের বাড়ীতে বসবাস করে মানবেতর জীবন যাপন করছেন। রনজু খাতুনের স্বামী মারা যাওয়ার পর থেকে পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বরদের কাছে একাধিকবার ঘুরেও তার সুফল পাইনি। ফলে নাতি-নাতীন নিয়ে বর্তমানে সে অন্যের জমির উপর খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে। ভূমিহীন বিধবা রনজু খাতুন একটা ঘরের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন।
সরকার থেকে দেওয়া একটি ঘর পেলে নাতি-নাতীন নিয়ে বাকী জীবনটা সেখানে কাটাতে পারবেন বলে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন। পরিবারের সদস্যদের নিয়ে জীবন যাপনের জন্য সমাজের বিত্তবানসহ জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1