• শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ন

চীনে আটকেপড়া বাংলাদেশি শিক্ষার্থীর হৃদয়বিদারক স্ট্যাটাস

Reporter Name / ১৩৬ Time View
আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০

চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা শুক্রবার প্রায় ৬৩৮ জনের কাছাকাছি পৌঁছেছে। এছাড়া এখন পর্যন্ত ৪০ হাজার আক্রান্ত হয়েছেন। চীনের যে উহান শহর থেকে এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে, সেখানে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থী।

তাদের একজন হলেন দ্বীন মুহাম্মদ প্রিয়। বাঁচার আকুতি জানিয়ে তিনি ফেসবুকে একের পর এক স্ট্যাটাস দিয়ে যাচ্ছেন।

উহানের থ্রি গোর্জেস ইউনিভার্সিটির ছাত্র দ্বীন মুহাম্মদ লেখেন– ‘খাবারের অভাব যে কত বড় একটা অভাব তা নিজে সম্মুখীন না হলে হয়তো বুঝতে পারতাম না। পানিটা তাও ফুটিয়ে খাওয়া যায়, কিন্তু খাবার না থাকলে তো আর রান্না করা যায় না। আমরা এখানে ১৭২ বাংলাদেশি যে কি পরিমাণ কষ্টে আছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের ডরমিটরি সিলগালা করে দেয়া হয়েছে। আমরা বাইরে যেতে পারি না এবং কেউ ভেতরেও আসতে পারে না।’

তিনি আরও লিখেন, ‘ইউনিভার্সিটি খাবার দিতে চেয়েছে সেই তিন দিন আগে, খাবার অর্ডার করেছিলাম এখন পর্যন্ত খাবার পাইনি। এ অবস্থায় আমরা এখানে কতদিন সুস্থভাবে বেঁচে থাকব সেটি জানি না। আমাদের ট্রেন, স্টেশন ও বিমানবন্দর বন্ধ। সরকারের সাহায্য ব্যতীত আমরা এখান থেকে বের হতে পারব না।’

বাংলাদেশ সরকারের সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে দ্বীন মুহাম্মদ প্রিয় লিখেন, ‘প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের প্রতি বিনীত অনুরোধ– আমাদের এই অবস্থা থেকে রক্ষা করুন। এখানে কোনো বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হইনি; কিন্তু ইউনিভার্সিটিতে বেশ কয়েকজন আক্রান্ত। বিশুদ্ধ পানি ও খাবারের সংকটে অচিরেই অনেকেই অসুস্থ হয়ে পড়বে।’

তিনি আরও লিখেন, ‘আমি ২০১৬ ব্যাচের ছাত্র। এখন সিনিয়র। ২০১৭, ২০১৮, ২০১৯ ব্যাচের ছোট ভাইবোনেরা যখন সমস্যার কথা জানায়, তখন এই নিজেকে অক্ষম মনে হয়। দয়া করে আমাদের এখান থেকে উদ্ধার করুন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1