ঝিনাইদহ সদর উপজেলার ১৪নং ঘোড়শাল ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ বাজেট ঘোষণা করা হয়।
উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন। এসময় উপস্থিত বিভিন্ন শ্রেণির মানুষ বাজেট সম্পর্কে তাদের মতামত প্রদান করেন। পরে ২০২২-২৩ অর্থ বছরের জন্য ঘোড়শাল ইউনিয়ন পরিষদে ১কোটি ৫লক্ষ ৭৪হাজার ৪৫ টাকার বাজেট ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউপি সচিব প্রতাপ বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিত্য গোপাল বিশ্বাস, নারকেলবাড়ীয়া পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই বিল্লাল হোসেন শেখ, হিসাব সহকারি কাম-কম্পিউটার অপরেটর হালিমাতুজ্জহোরা, ইউনিয়ন উপসহকারি কৃষি কর্মকর্তা মনি কুমার বিশ্বাস। এছাড়াও ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সাধারণ ও সংরক্ষিত নারী সদস্যবৃন্দ সহ বিভিন্ন শ্রেণির-পেশার মানুষ উপস্থিত ছিলেন।