গল্প
কাজী পিকু
বিল্লি হল বাঘের মাসি
শিয়াল হল মামা
জেব্রার গায়ে ডোরাকাটা
গায়ে যেন জামা ।
কুকুর হল প্রভু ভক্ত
সিংহ হল রাজা
বনের হাতি বাঘ বানর
তারা সবায় প্রজা ।
গরু হল ঘরের পশু
গণ্ডার হল বনের
সারাবছর জ্বর বাধিয়ে
ভালুকের রোগ মনের ।
খাবার হল সবার জন্য
ক্ষুধা হল জম
গায়ের জোরে আপনি মোড়ল
ছোটোর যায় দম ।
২৬.০১.১৭