গলায় ফাঁস নিয়ে হরিণাকুন্ডুতে কলেজ ছাত্রীর আত্মহত্যা
ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গলায় ফাঁস নিয়ে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার বিকাল চারটার দিকে উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়নের রিশখালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন একই গ্রামের মহৎ আলীর দ্বিতীয় কন্যা ও স্থানীয় ডাকবাংলা আঃ রউফ ডিগ্রি কলেজের ডিগ্রী ১ম বর্ষের শিক্ষার্থী বলে জানা যায়। এ ব্যাপারে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সেকেন্দার আলী জানান, মেয়েটি খুব শান্তশিষ্ট ছিল। কি কারণে নিজ শয়নকক্ষে গলাই ফাঁস নিয়ে মৃত্যু বরণ করেছে তার সঠিক কারণ জানা নাই। তিনি আরো জানান, তার পরিবার ঢাকায় থাকেন, লিমা নানার কাছে থাকতেন। এব্যাপারে হরিণাকুন্ডু থানার ওসি তদন্ত এনামুল হক জানান, নিহত লিমা খাতুন গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে মৃত্যু বরণ করেছে বলে প্রাথমিকভাবে জানাগেছে, তবে ময়নাতদন্তের পর মৃত্যুর ব্যাপারে বিস্তারিত জানা যাবে। এ ব্যাপারে হরিণাকুন্ডু থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।