জমে উঠেছে ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচন। সকাল থেকে রাত পর্যন্ত মানুষের দারে দারে যাচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি দোয়া কামনা করছেন। প্রচার-প্রচারণার ৯ম দিনেও মানুষের দারে ভোট চাইছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী।
তিনি বুধবার সন্ধ্যায় ইউনিয়নের মধুপুর বাজারে গণসংযোগ করেন। এসময় আশরাফ আলীর সাথে তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। আশরাফ আলীর সমর্থকদের দাবি তারা আগামী ২৬ডিসেম্বর এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে।
এর আগে সংক্ষিপ্ত এক বক্তব্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আশরাফ আলী বলেন, আমি সুষ্ঠু ও নিরপেক্ষ একটি ভোট চাই। আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রচার-প্রচারণায় বাঁধা দেওয়ার চেষ্টা করছে। আমি শান্তি প্রিয় মানুষ। ২৬শে ডিসেম্বর ভোটের মাধ্যমে জনগণ এর ফলাফল দিবে।