• শনিবার, ০৩ জুন ২০২৩, ০৪:১৩ পূর্বাহ্ন

কোভিড-১৯ ও আমাদের মানবতা

Reporter Name / ১২৩ Time View
আপডেট টাইম : বুধবার, ২২ এপ্রিল, ২০২০
কোভিড-১৯ ও আমাদের মানবতা-

কোভিড-১৯ ও আমাদের মানবতা

ঝিনাইদহ প্রতিনিধিঃ

করোনা ভাইরাস এতোমধ্য কেড়ে নিয়েছে ১,৭৯,০০০+ তাজা প্রাণ। বহু মানুষকে করেছে পরিবার হারা ও ঘরবন্দি।কাজকর্ম না থাকার কারনে দিনমজুর, ভ্যান, রিকসাচালক, স্বল্পপুজির ব্যবসায়ী ও নিন্ম মধ্যবিত্ত পরিবারে নেমে এসেছে এক ভয়াবহ খাদ্য সংকট।সেই সংকট থেকে সুরক্ষায় দেশের বিভিন্ন স্থানে ঘর থেকে বের না হওয়া, সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ইত্যাদি স্লোগান চলছে। কিন্তু ঘরবন্দি মানুষের দেখা দিয়েছে প্রকট খাদ্য সংকট।যার কারনে এ সকল মানুষের পাশে দাঁড়িয়েছে অনলাইন নিউজ মিডিয়া #ঝিনুকটিভি।ঝিনুকটিভি ও সামাজিক সংগঠনের মাধ্যমে বিতরন করা হয় এসব খাদ্য সামগ্রী।এই মহামারির সময়ে উপহার সামগ্রী পেয়ে খুশি কর্মহীন ও দরিদ্র মানুষ। করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে কর্মহীন হয়ে পড়া হরিনাকুন্ডু উপজেলার বাকচুয়া গ্রামের নিম্ন আয়ের মানুষদের মাঝে আজ খাদ্য সামগ্রী বিতরণ করেছে অনলাইন ভিত্তিক নিউজ মিডিয়া ও ” শৈশবে বাকচুয়া লক্ষিপুর ” নামক একটি স্বেচ্ছাসেবি সংগঠন ।মুলত সংগঠনটি বাকচুয়া লক্ষিপুর মাধ্যমিক বিদ্যালয়ের এস এস সি ব্যাচ-২০০৫ এর দ্বারা পরিচালিত। প্রায় এক শত দুস্থ,অসহায় নিন্ম মধ্যবিত্ত মানুষের হাতে ৩ কেজি করে চাল-৫০০ গ্রাম ডাল, ৫০০ মিলি তেল, ১ কেজি আলু, ১ কেজি আটা,৫০০ গ্রাম লবন ১ টি সাবান ১ টি মাস্ক,কিছু নগদ টাকা ও সচেতনতামুলক লিপলেট বিতরন করা হয়। উক্ত উপহার সামগ্রী বিতরনে অংশ গ্রহন করে” শৈশবে বাকচুয়া লক্ষিপুর ” সংগঠনের এক ঝাঁক তরুণ যুবক। শামিম মুন্সি,আব্দুর আলিম,নাজমুল খান,পারভেজ ইমাম,রশিদ,লুবনা,রোজিনা,কেয়া,বিপ্লব,মিল্টন,হাসান,আলাল,সাইদুর,সারমিন এই মহামারি মোকাবেলার এক ক্ষুদ্র প্রয়াস হিসাবে সহায়তা করেছেন।এছাড়াও সামাজিক সংগঠন হেব্বি গ্রুপ ঝিনাইদহ ও রুপ ও সৌন্দর্য বিষয়ক গবেশক, লেখক মো: অনিমিথ অংশ গ্রহন করেন। উপহার সামগ্রী বিতরন প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সৌন্দর্য বিষয়ক গবেষক ও লেখক মোঃ এ.কে.এস অনিমিথ বলেন-দিনদিন করোনার তান্ডবে সকলের সুখ যেন পথ হারাতে শুরু করেছে। কাজ বন্ধ তাই আয়ও বন্ধ, খাবারের জন্য মানুষের করুণ আর্তনাদ সর্বত্র। এ দুর্দিনে প্রত্যেকটি প্রতিষ্ঠান ও সামর্থ্যবান মানুষদেরকে অসহায়দের পাশে দাঁড়ানো উচিত। সামাজিক সংগঠন হেব্বি গ্রুপ প্রধান জাহান খান লিমন বলেন মানুষের কল্যানে দেশের কল্যানে একটু সহানুভুতি দেখানো প্রয়োজন সকল সামর্থ্যবানদের। “শৈশবে বাকচুয়া লক্ষিপুর ” সংগঠনের সেক্রেটারি তন্ময় সাহা বলেন আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ একটু হলেও সহায়তা করবে গরিব অসহায়দের। সবশেষে অনলাইন মিডিয়া “ঝিনুকটিভির” সম্পাদক পলাশ সাহা বলেন, বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের সকলকেই স্বাস্থ্য সচেতনতা ও সরকারের নির্দেশনা মেনে চলতে হবে তাহলে মরনব্যাধি করোনার ভয়াবহতা অনেকাংশে কমানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1