ঝিনাইদহের কোটচাদপুরের রোহনপুর গ্রামের চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী সুমি আক্তার ৭দিন যাবৎ নিখোঁজ রয়েছে। সে শেরখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী। গত ৪ মার্চ সন্ধ্যায় সে নিখোঁজ হয়।
নিখোঁজের পিতা তারা চান মন্ডল জানান, আমার চতুর্থ শ্রেনীতে পড়ুয়া মেয়ে সুমি আক্তার (১৩) ৪মার্চ শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে পার্শ্ববর্তী কুশনা আখ সেন্টারে ওয়াজ মাহফিল শুনতে বের হয়। পরে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোজাখুজি করেও অদ্যবদি তার কোন সন্ধান পাওয়া যায়নি।
খোজ না পেয়ে পরদিন ৫ মার্চ কোটচাদপুর মডেল থানায় সাধারন ডায়েরি করি।সাত দিন পার হলেও আমার কন্যার কোন সন্ধান মেলেনি।যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমার শিশু কন্যার সন্ধান পান তাহলে কোটচাদপুর থানায় পুলিশের কাছে সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো।