কুষ্টিয়ায় বিপ্লবী বাঘাযতীনের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে হরিনাকুন্ডুতে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধিঃ
কুষ্টিয়ার কুমারখালীতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সশস্ত্র দলের প্রধান বিপ্লবী বাঘাযতীন এঁর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে ঝিনাইদহের হরিনাকুন্ডুতে মানববন্ধন করেছে বিপ্লবী বাঘাযতীন একাডেমি। শনিবার সকালে হরিনাকুন্ডু শহরের দোয়েল চত্বর মোড়ে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ সদরের পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন, বিপ্লবী বাঘাযতীন একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার জাহান বাদশা, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম শিলু, হরিণাকুন্ডু পৌর আওয়ামী লীগ সভাপতি খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমূখ। মানববন্ধনে বক্তারা অবিলম্বে বিপ্লবী বাঘাযতীন এঁর ভাস্কর্য ভাংচুরকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।