কালীগঞ্জে দোকান চুরির ঘটনায় জড়িত দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
২০ জুন রাত্রীবেলা মোবাইল ফোন ট্রাকিং এর মাধ্যমে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানা পুলিশের একটি চৌকশ দল অভিযান পরিচালনা করে মামলার সহিত জড়িত আসামী ১। জনি মন্ডল(২১), পিতা-মৃত ইকবাল হোসেন, পালিত পিতা-পলাশ মন্ডল, সাং-পিরোজপুর, এপি/সাং-নিশ্চিন্তপুর, ২। ময়না বেগম(৩৭), স্বামী-পলাশ মন্ডল, সাং-আড়পাড়া দরগাপাড়া, এপি/সাং-নিশ্চিন্তপুর, উভয় থানা-কালীগঞ্জ, জেলা-ঝিনাইদহ’দ্বয়কে নিশ্চিন্তপুর গ্রামস্থ তাহাদের বসত বাড়ী হইতে গ্রেফতার করা হয় এবং তাহাদের হেফাজত হইতে চোরাই ৭৪,০০০/-টাকা, ০৫টি মোবাইল ফোন এবং দোকানের তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত লোহার ছোট লিবার সহ চুরি কাজে ব্যবহৃত বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।