ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ৪৫৭ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
বুধবার সকালে র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়,গতকাল ৫ এপ্রিল রাতে র্যাব-৬ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে যে,ঝিনাইদহ কালীগঞ্জ থানার (চুয়াডাঙ্গা-যশোর) মহাসড়কের আলাইপুর রোডে মাদকসহ একটি পিকআপ ভ্যানে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক সরবরাহ করছে। সেই তথ্যের ভিত্তিতে ঘটনার সত্যতা যাচাই ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র্যাবের ওই দলটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানাধীন আলাইপুর জামতলা বাজারে চেকপোষ্ট স্থাপনের মাধ্যমে সন্দেহজনক পিকআপের উপর অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো: বুলবুল মল্লিক (৩২) কে গ্রেপ্তার করে। সে চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের অশিস মল্লিকের ছেলে। গ্রেপ্তারের সময় আসামীর হেফাজত থেকে ৪৫৭ বোতল ফেন্সিডিল,১টি মোবাইল,২টি মোবাইল সিমকার্ড,১টি পিকআপ এবং নগদ-২৮১০ টাকা উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামত ও গ্রেপ্তারকৃত আসামীকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।