ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জের একতারপুর মাঠে গোয়ালন্দ থেকে খুলনাগামী লোকাল ট্রেন নকশিকাঁথা লাইনচ্যুত হয়। লাইনচ্যুতর ঘটনায় খুলনার সঙ্গে ঢাকাসহ সারাদেশের রেল যোগাযোগ বন্ধ। ঘটনার পর থেকেই উদ্ধার কাজ চলছে।
কালীগঞ্জের মোবারকগঞ্জ স্টেশন মাস্টার শাহাজাহান আলী জানান,গোয়ালন্দ থেকে লোকাল ট্রেন নকশিকাঁথা খুলনার দিকে যাওয়ার পথে কালীগঞ্জ একতারপুর পৌঁছালে এর দুইটি বগি লাইনচ্যুত হয়। ট্রেনের লাইনচ্যুর ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।