কাপাশহাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচি
মনিরুজ্জামান রাসেল,ঝিনাইদহ প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে কাপাশহাটিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী বিএম রকিবউল করিম (ইমু)।সোমবার (২০ জুলাই ) দুপুরে রথখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আঙ্গিনায় ছাত্রলীগ কর্মী বিএম রকিবউল করিম এর নেতৃত্বে ফলজ, বনজ ও ওষুধি গাছ লাগান। কর্মসূচীতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কর্মী মহন,অন্তর,সম্রাট,রাসেল,আলামিনসহ আরো অনেকে।ছাত্রলীগ কর্মী বি এম রকিবউল করিম বলেন “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। ‘মুজিব বর্ষের আহবান ৩টি করে গাছ লাগান’ এই স্লোগানকে সামনে রেখে জেলা উপজেলা পর্যায়ে শুরু হয়েছে বৃক্ষরোপন কর্মসূচি।এরই ধারাবাহিকতায় আমরা আজ বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছি।”