কাউন্সিলরের পিটুনি খাওয়া সেই বিধবাকে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন টিএম জয়
মনিরুজ্জামান রাসেল,ঝিনাইদহঃ
ঝিনাইদহ শহরের পবহাটী গ্রামে কাউন্সিলর জাহিদের পিটুনিতে আহত বিধবা শাহারুনকে চাল দিলেন মানবতার ফেরিওয়ালা খ্যাত তারেক মাহমুদ জয়। লকডাউনের কারণে খাদ্য সংকটে পরায় ত্রান চেয়ে শনিবার সন্ধ্যাবেলা শাহারুন কাউন্সিলরের হাতে লাঞ্চিত হন বলে অভিযোগ ওঠে। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক বন্ধু মহলের আর্থিক সহায়তায় আলু, তেল, চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে শাহারুনের বাড়িতে হাজির হন তারেক মাহমুদ জয়। অভাবের এই সময় অসহায় বিধবা নারী শাহারুন খাদ্যসামগ্রী পেয়ে খুশি হন।