ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র কলেজ ভিত্তিক সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ-কসাস এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩শে রমজান সোমবার ঝিনাইদহ কেশব চন্দ্র কলেজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, সরকারি কেশব চন্দ্র কলেজ অধ্যক্ষ অশোক কুমার মৌলিক, কসাসের প্রধান উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, অধ্যাপক হাবিবুর রহমান, সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল, জেলা নাট্য সমন্বয় পরিষদ সভাপতি রুবেল পারভেজ, কসাসের সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস, সভাপতি অন্তর মাহমুদ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান।
এছাড়াও ইফতার মাহফিলে কসাসের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে বিশেষ দোয়া করে মোনাজাত করা হয়।