ঝিনাইদহের অন্যতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কথন সাংস্কৃতিক সংসদ(কসাস) এর আয়োজনে অনুষ্ঠিত হলো কবিতা আসর। শুক্রবার বিকাল ৫টায় শহরের দেবদারু এভিনিউ চত্বরে কবিতার এ আসর অনুষ্ঠিত হয়। ঝিনাইদহের অধিকাংশ আবৃত্তিকার ও কসাসের আবৃত্তিশিল্পীবৃন্দ অনুষ্ঠানে আবৃত্তি করেন।
কবিতা আসরের উদ্বোধন করেন সরকারি কেসি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. বিএম রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন সরকারি নূরুন্নাহার মহিলা কলেজের অধ্যক্ষ মনিরুল আলম, সরকারি কেসি কলেজের উপাধক্ষ্য প্রফেসর অশোক কুমার মৌলিক।
এছাড়াও কসাসের উপদেষ্টা সদস্য ফজলে রাব্বী, শুভাকাঙ্ক্ষী এ্যাড. বিকাশ কুমার ঘোষ, আশরাফুল আলম, আহাদুর রহমান খোকন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি শান্ত জোয়ার্দ্দার, ছাত্রলীগের জেলা সভাপতি রানা হামিদ, কসাসের সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ বিশ্বাস, সাবেক সহ সভাপতি সফিকুল ইসলাম জুয়েল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসাসের সভাপতি হাসানুজ্জামান অন্তর।