• মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৩৯ পূর্বাহ্ন

করোনা রোধে কক্সবাজারে পর্যটক ঠেকাতে চেকপোস্ট

Reporter Name / ১৫৭ Time View
আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে পর্যটন শহর কক্সবাজারে বিশেষ নজরদারি শুরু করেছেন জেলা পুলিশ। ইতোমধ্যে জেলা প্রশাসনও কক্সবাজারে সকল ধরণের পর্যটক, শিক্ষার্থীসহ যে কোন ধরণের জমায়েত নিষিদ্ধ ঘোষণা করে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর পরও যাতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে সারাদেশ থেকে কোন পর্যটক, শিক্ষার্থী, পিকনিক পার্টি, কনফারেন্স বা অন্য কোন জমায়েত ও সমাবেশের উদ্দেশ্যে কক্সবাজার শহরে যাতে প্রবেশ করতে না পারে সেজন্য জেলার প্রবেশদ্বার চকরিয়ার হারবাং ইনানী রিসোর্ট পয়েন্টে চেকপোষ্ট বসানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী রিসোর্ট পয়েন্টে কক্সবাজার জেলা পুলিশের চেক পোস্ট বসানোর সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।

পুলিশ সুপার বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কক্সবাজার জেলা পুলিশের উদ্যোগে কার্যকর এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সুপার আরো বলেন, প্রবেশদ্বারে বসানো চেকপোষ্ট দিবা-রাত্রি ২৪ ঘন্টা চালু থাকবে। কোনো শিক্ষার্থীকে কোনো অবস্থাতেই কক্সবাজারে প্রবেশ করতে দেওয়া হবেনা। একইভাবে সাধারণ পর্যটকদেরও কক্সবাজারে আসতে জেলা পুলিশের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হবে।

সমুদ্র সৈকতসহ জেলার পর্যটন স্পটগুলোতে ভিড় না করার জন্য, জমায়েত না হওয়ার জন্য, গণমানুষের মধ্যে করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য কক্সবাজার জেলা পুলিশের পক্ষ হতে কক্সবাজার শহরে বুধবার বিকেল হতে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। একইসঙ্গে কক্সবাজার শহর, পর্যটন এলাকা ও আশেপাশের এলাকাগুলোও পুলিশ নিয়মিত নজরদারি করবে। ইতিমধ্যে কক্সবাজারে আসা পর্যটক ও অন্যান্যদের দ্রুততম সময়ে কক্সবাজার ত্যাগ করার জন্য তিনি অনুরোধ করে পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন এই বিষয়ে সকলকে সরকারের সব ধরণের নির্দেশনা মেনে চলার জন্য আহবান জানান।

করোনা ভাইরাসের প্রকোপ ঠেকাতে জেলা পুলিশ সুপারের নির্দেশে মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে পুলিশে চেকপোষ্ট বসানোর সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান বলেন, আজ রাত ৯টার পর থেকে পুলিশ চেকপোষ্ট বসিয়ে কার্যক্রম শুরু করেছেন।

ওসি বলেন, করোনা ভাইরাস যাতে ছড়াতে না পারে সেজন্য সরকার সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন ৩১ মার্চ পর্যন্ত। কিন্তু এই সুযোগে দলবদ্ধ হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে। একইভাবে কক্সবাজারেও যাতে দলবদ্ধ শিক্ষার্থী, পর্যটক, পিকনিক পার্টি জেলায় প্রবেশ করতে না পারে সেজন্য এই চেকপোস্ট বসানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1