করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই চলছে রমরমা পানের হাট
শাহ্ আলম,ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ হরিনাকুন্ডু উপজেলার পার্বতীপুর আমেরচারা নামক স্থানে আজ বুধবার সকাল ৬.০০ টার সময় পানের হাটে চলছে পান ব্যবসায়ীদের আনাগোনা। লক ডাউন না মেনে প্রশাসনকে উপেক্ষা করে চলছে এই পানের হাট।
পানের হাটে পান কিনতে আসা লোকজনের মুখে নেই কোন মাস্ক ,মানা হচ্ছে না কোন নিরাপদ দূরত্ব। প্রশাসনের নাকের ডগায় চলছে রমরমা এই পানের হাট। এইসময় এমন জমজমাট পানের হাট চলায় এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী এই মুহূর্তে পানের হাট বন্দ রেখে জনমনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছে।