করোনা পরিস্থিতি মোকাবেলায় রাতের বেলা খাবার নিয়ে হাজির হচ্ছেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম
সুলতান আল একরাম,ঝিনাইদহঃ
ঝিনাইদহ জেলার কোটচাদপুর উপজেলায় রবিবার রাত্রে বিভিন্ন গ্রামে-গ্রামে চাল ডাল তেল লবণ, সাবান, হ্যান্ডসেনিটাইজার ও মাস্ক নিয়ে নিম্নআয়ের মানুষের বাড়ি বাড়ি গিয়ে হাজির হন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। সন্ধ্যা থেকে মাঝরাত পর্যন্ত তিনি নিজে প্যাকেট ভর্তি খাবার তুলে দেন নিম্ন আয়ের মানুষের হাতে। তিনি এসময় সবাইকে ঘরে থাকার পরামর্শ দেন ।
পুলিশ সুপারের এই মহতী ভুমিকায় অভিভূত গ্রামের সাধারণ মানুষ । অনেকে চোখের পানি ঝরিয়ে দোয়া করেন পুলিশ সুপারের জন্য ।
উল্লেখ্য, করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনা আসার পর থেকেই মাঠে নেমেছেন ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম । রাত দিন তিনি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মাঠে ময়দানে । খাবার বিতরণ করে চলেছেন জেলার ৬টি উপজেলার গ্রামে গ্রামে নিম্ন আয়ের মানুষের মাঝে ।