করোনা আক্রান্ত মেডিকেল অফিসার ডাক্তার ফাল্গুনী সাহার বাড়িতে দেখতে গেলেন পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু
ঝিনাইদহঃ
আজ রবিবার বিকাল সাড়ে ৫ টার সময় করোনা ভাইরাসে আক্রান্ত ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার ফাল্গুনী সাহার বাড়িতে দেখতে গেলেন পৌরসভা মেয়র সাইদুল করিম মিন্টু।তিনি এক ব্যাগ খাদ্যসামগ্রী নিয়ে ডাক্তার ফাল্গুনী সাহার বাড়ির দরজায় হাজির হন।
মেয়রের ডাকে ঘর থেকে বের হয়ে আসেন ডাক্তার ফাল্গুনী সাহা । ডাক্তার নিজে রুগি হলেও মেয়রকে দেখে অনকটা হাসি মুখেই এগিয়ে আসেন জানালার সামনে । মেয়র জানালার কাছে গিয়ে বেশ কিছুক্ষণ কথা বলেন তাঁর সাথে ।বর্তমানে কেমন আছেন , কি অবস্থা, কোন অসুবিধা হচ্ছে কি না, ভালো মন্দ খোঁজ নেন । সেসময় মেয়র মহোদয় ডাক্তার ফাল্গুনী সাহার সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। মেয়রের আশ্বাসে আত্মবিশ্বাসী ডাক্তার ফাল্গুনী সাহা অনুপ্রাণিত হওয়ার কথা ব্যক্ত করেন।