করোনা উপসর্গসহ নানা সমস্যায় আক্রান্ত হয়ে রাস্তায় বসে কাতরাচ্ছিলেন হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের ৭০ উর্ধ্ব বৃদ্ধ ভ্যান চালক গজেন দাশ। বাড়ির পাশেই ছেলেসহ স্বজনদের বসবাস হলেও খোঁজ নিতে আসেনি কেউই।
হরিণাকুন্ডুর পৌর মেয়র ফারুক হোসেন গত ৫জুলাই সকালে খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন । পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসলে তাকে নেওয়া হয় হাসপাতালের করোনা ইউনিটে।
সেখানেই তিনি গত ৫ জুলাই থেকে চিকিৎসাধীন ছিলেন। তার চিকিৎসার ব্যয়ভারও বহন করছিলেন তিনিই। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার পাশে আসেনি কোন সন্তান,খোঁজ নেইনি তার স্বজনরা। অবশেষে গত মঙ্গলবার রাত দশটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটেই মারা যান এই অসহায় স্বজনহারা গজেন দাশ। তিনি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার পার্বতীপুর গ্রামের মৃত-ফনি দাশের ছেলে।
অসহায় এই বৃদ্ধ পিতার মৃত্যুর পরও তার লাশ নিতে এগিয়ে আসেনি তার ছেলে কিম্বা হিন্দু সমাজের স্বজনরা। এ নিয়ে স্বজনদের প্রতি ধিক্কার আর ঘৃণার ঝড় বইছে এলাকা জুড়ে। পরে রাত একটার দিকে উপজেলা প্রশাসনের তৎপরতায় ইসলামী ফাউন্ডেশনের তত্বাবধানে শহরের মহা শ্বশ্মানে তার সৎকার করা হয়।