কবি,কবিতা ও ঝিনাইদহ’ এর আয়োজনে আলোচনা, গ্রুপ পরিচিতি ও কবিতা পাঠ অনুষ্ঠিত
ঝিনাইদহ প্রতিনিধিঃ
“ঘুঁচে যাক করোনার আঁধার,কেটে যাক যত ভয়। ছন্দে তালে সাজুক ভূবন, জীবন হোক কাব্যময়। এই শ্লোগানে ঝিনাইদহে ‘কবি,কবিতা ও ঝিনাইদহ’ এর আয়োজনে আলোচনা, গ্রুপ পরিচিতি, কবিতা পাঠ ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বিকালে পৌর ই-কো পার্কের দেবদারু চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন পৌর মেয়র জনাব সাইদুল করিম মিন্টু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন – সরকারি নুরুননাহার মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মোঃ মনিরুল আলম। এছাড়া আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কেসি কলেজের প্রভাষক জনাব মোঃ মেহেদী হাসান মুন্না, জেলা কালচারাল অফিসার জনাব মোঃ জসিম উদ্দিন, সুর নিকেতন সংগীত একাডেমির পরিচালক জনাব জাকির হাসান রুমি প্রমূখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি,কবিতা ও ঝিনাইদহ’র সভাপতি কানিজ তন্বী। পরিচিতি অলোচনা ও কবিতা পাঠ শেষে বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরষ্কার তুলে দেন।