কথায় নয়,কাজে বিশ্বাসী “মেয়র আশরাফুল ইসলাম”
বিশেষ প্রতিনিধিঃ
গাংনী পৌর এলাকায় ২০ কোটি টাকা ব্যয়ে প্রায় ১০ কিলোমিটার মাষ্টার ড্রেন অর্থাৎ মুল ড্রেন প্রকল্পের সার্ভে কাজ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনকালীন সময়ে মেয়র আশরাফুল ইসলাম জানান, পৌর এলাকার জন দুর্ভোগ নিরসনে ড্রেনটি পুর্ব-মালসাদহ দহখাল হতে বাঁশবাড়ীয়া, গাংনী কাথুলী মোড় হতে চৌগাছা পশ্চিমপাড়া, গাংনী বাজার রাজলক্ষী মোড় হতে থানাপাড়া খালেক সাহেবের পুরাতন ভাটার পাশ দিয়ে খালে, গাংনী বাসস্ট্যান্ড হতে পশ্চিম-মালসাদহ খাল পর্যন্ত নির্মাণ করা হবে। তিনি বলেন, অন্যরা যখন ভোট চাওয়া নিয়ে ব্যস্ত আমি তখন পৌরসভা ও এলাকার উন্নয়নমূলক কাজের প্রজেক্ট পাশ করাতে ঢাকাতে ব্যস্ত। আমি যদি মেয়র নির্বাচিত নাও হয় তাতেও আমার দুঃখ নেই।আমার মূল লক্ষ্য পিছিয়ে পড়া গাংনী শহর’কে উন্নয়নমূলক কাজ করে আধুনিকমানের শহরে রুপান্তরিত করা আর সেই লক্ষ্য নিয়েই আমি প্রতিনিয়ত কাজ করে চলেছি এবং কাজ করছি।
মেয়র আশরাফুল ইসলাম আরো বলেন,ইতিমধ্যে গাংনী পৌর এলাকাতে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের কাজ চলমান, পৌর এলাকার প্রতিটি প্রান্তে বসানো হচ্ছে সোলার স্ট্রিট লাইট, রাস্তা সংস্কারসহ বিভিন্ন প্রকল্পের কাজ। আমি প্রতিনিয়ত প্রতিটি কাজ দিন রাত দাঁড়িয়ে থেকে সার্বক্ষণিক দেখভাল করি। আমি নিজের উন্নয়ন করতে আসিনি, আমি পৌরবাসী ও পৌরসভার মানোন্নয়ন করতে এসেছি। এসময় এলাকাবাসী উন্নয়নমূলক কাজ শুরু হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন ।