জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে ঝিনাইদহ সিভিল সাজর্নের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. সুভ্রা দেবনাথের সভাপতিত্বে অবহিত করণ সভায় সাংবাদিকদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডা. মেহেদী হাসান। তিনি জানান জেলার ৬টি উপজেলা এবং ৬টি পৌরসভায় ৯টি স্থায়ী কেন্দ্র ছাড়াও ১৭৩৩টি অউটরীচ, ১৫টি অতিরিক্ত এবং ৫টি ভ্রাম্যমান কেন্দ্রসহ মোট ১৭৬২টি কেন্দ্রের মাধ্যমে এই ক্যাম্পইন পরিচালনা করা হবে। জেলায় মোট ৬মাস-১১মাস বয়সের ২৮হাজার ২১২ জনকে ১টি করে নিল রং এর ক্যাপসুল এবং ১২মাস-৫৯মাস বয়সের ২লাখ ১০হাজার ৬৭৪জন শিশুকে ১টি করে লাল রং এর এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কাজে সরকারী ও বেসরকারী মিলে ৪হাজার ২৪৪জন কর্মী নিয়োজিত থাকবে বলেও অবহিত করণ সভায় জানানো হয়। সকাল ৮টা থেকে বিকাল পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হবে।
সিভিল সার্জন সুভ্রা দেবনাথ বলেন, এই ক্যাপসুল খাওয়ানোর পরে বা অন্য কোন কারণে যদি কোন বাচ্চার অসুবিধা হয়, তাহলে বিচলিত না হয়ে আমাদের বিভিন্ন উপজেলার দায়িত্বপ্রাপ্ত ডাক্তার এবং কর্মী আছে তাদের সাথে দ্রæত যোগাযোগ করতে হবে প্রয়োজনে হাসপাতালে আনতে হবে। এই ক্যাপসুলের কোন পার্শপ্রতিক্রিয়া নেই, এটা শিশুদের জন্য ভিটামিনসহ সুষম পুষ্টির ব্যবস্থা করে এজন্য সকল শিশুর এই ক্যাপসুল খাওয়ানো জরুরী বলে তিনি মনে করেন।