• শনিবার, ০৩ জুন ২০২৩, ০৩:৩৪ পূর্বাহ্ন

এক দশক পর ফরাসি লিগ শিরোপা লিলের

Reporter Name / ৫০ Time View
আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
ফরাসি সুপার কাপ লিলের
ফরাসি সুপার কাপ লিলের

নেইমার-কিলিয়ান এমবাপেদের ছাড়া খেলতে নেমে মৌসুমের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হলো না পিএসজির। তাদেরকে আবারও হারিয়ে ফরাসি সুপার কাপ জিতে নিল লিল।

ইসরাইলের তেল আবিবে রোববার রাতে ১-০ গোলে জিতেছে গতবারের লিগ ওয়ান চ্যাম্পিয়নরা।

এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে লিলের বিপক্ষে টানা দুই ম্যাচ হারল পিএসজি। গত এপ্রিলে লিগে ফিরতি দেখায় তাদের মাঠে একই ব্যবধানে জিতেছিল লিল। 

তারকা দুই ফরোয়ার্ডসহ নিয়মিতদের অনেককে মৌসুমে প্রথম প্রতিযোগিতামূলক এই ম্যাচে পায়নি পিএসজি। এর প্রভাব পড়ে তাদের খেলায়। বল দখলে আধিপত্য করলেও আক্রমণে খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি।

প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রাখা পিএসজির ১০ শটের তিনটি ছিল লক্ষ্যে। বিপরীতে লিলের আট শটের চারটি ছিল লক্ষ্যে।

বিরতির ঠিক আগে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন শেকা। সতীর্থের ব্যাকপাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন পর্তুগিজ মিডফিল্ডার।

গত মৌসুমে লিগে লিলের বিপক্ষে দুবার খেলে একবারও জিততে পারেনি পিএসজি। অ্যাওয়ে ম্যাচে ড্র করার পর হেরেছিল ঘরের মাঠে। পরে তাদের কাছেই হারায় লিগ ওয়ানের মুকুট।

অনেকের মতে, এটি ছিল পিএসজির প্রতিশোধের ম্যাচ। পচেত্তিনোর দলের জন্য যা একরাশ হতাশায় শেষ হলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1