উড়িয়েছে পতাকা
কাজী পিকু
বুকের ভেতর ভালোবাসার বাসা বেঁধে
গরিবের সুখ –দুঃখ অনুভব করেছে নিরবে
জমিদার দাদন ব্যবসায়ীর অন্ধকার অতীত
হাতড়িয়ে জব্দ করেছে কলঙ্ক
ভেঙ্গেছে শোষণের দুঃশাসন, গেয়েছে সমতার গান
লক্ষে পৌঁছাতে নিয়েছে ব্রত
অনুসরণ করেছে গুরুসদয় দত্তের আন্দোলন
ধারণ করেছে জ্ঞান শ্রম সত্য ঐক্য ও আনন্দ
এগিয়েছে স্বপ্নময় ধ্রুবতারার আলোকিত আলোয়
ছুটেছে ক্লান্তিহীন
কখনও বেদনায় ঝরিয়েছে জল
ভেসেছে যন্ত্রনার অশ্রুপাতে
গেয়েছে সোনার বাংলা গান
উড়িয়েছে পতাকা অনন্ত আকাশে
যন্ত্রনাহীন স্বীকৃত স্বাধীন বাংলার নবপ্রান ।।