উজ্জ্বল নক্ষত্র
কাজী পিকু
সাইদুল করিম মিন্টু
আওয়ামী লীগের উজ্জ্বল এক নক্ষত্রের নাম
যে রাজনীতিতে আসার আগে
নিজের ভেতর লুকিয়ে থাকা অন্ধকার
উৎসর্গ করেছে জলনুপুরের পায়ে
আর সততা সৎ নীতিকে লালন করেছে
বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলা গড়তে
আজ তোমরা যারা রাজনীতির নোংরামিতে মেতেছো
ভেবো না সাইদুল করিম মিন্টু হারিয়ে যাবে
সে পূবের আকাশে লাবণ্যময় ঝিকিমিকি রোদ হয়ে হাসবে
আর তোমরা হারিয়ে যাবে
তোমাদেরই পাপের মাঝখানে । ।