ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছে
কাজী মোহাম্মদ আলী পিকু,ঝিনাইদহঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অমিত কুমার সড়ক দুর্ঘটনায় আজ বুধবার মৃত্যুবরণ করেছে ।পরিবার সূত্রে জানা যায়, ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অমিত। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক থাকাকালীন সংগঠনকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রেখেছিলেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আকস্মিক এই মৃত্যুতে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু শোকাহত শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।