• সোমবার, ২৭ মার্চ ২০২৩, ১১:০৬ অপরাহ্ন

ইউনিয়নবাসীর সেবক হিসেবে থাকতে চাই নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান

Reporter Name / ১৩১ Time View
আপডেট টাইম : শনিবার, ২৬ ডিসেম্বর, ২০২০
ইউনিয়নবাসীর সেবক হিসেবে থাকতে চাই নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান

ইউনিয়নবাসীর সেবক হিসেবে থাকতে চাই নলডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান
কাজী মোহাম্মদ আলী পিকু, ঝিনাইদহঃ
ঝিনাইদহ সদর উপজেলার ১৭নং নলডাংগা ইউনিয়নের চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন “গ্রামকে শহরে” রূপান্তরিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি দীর্ঘ ৫ বছর ইউনিয়নের উন্নয়নে নানামূখি কার্যক্রম পরিচালনা করে চলেছেন। সেই সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভপতি হিসেবে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করে শান্তিপূর্ণ ইউনিয়ন হিসেবে গড়ে তুলেছেন। যে জনপদে চলতো অস্ত্রের ঝনঝনানি সেখানে ফিরে এসেছে শান্তির সু-বাতাস। দলের ত্যাগী নেতা-কর্মীদের মূল্যায়নসহ সর্বস্তরের কর্মী সমর্থকদের বিপদে আপদে অভিভাবকের মতো সবসময় পাশে দাঁড়িয়েছেন। ভূমিকা রেখেছেন ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, পরিকল্পিত, পরিচ্ছন্ন, জনবান্ধব ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলার।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, কবির হোসেন বিশ্বাস চেয়ারম্যান পদে দায়িত্ব নেওয়ার পর সততা ও নিষ্ঠার সাথে প্রধানমন্ত্রী’র দিক-নির্দেশনা মেনে সঠিক উপায়ে প্রাপ্য মানুষের মাঝে ভিজিএফ, ভিজিডি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা,নিরাপদ পানির জন্য তিউবয়েল, ১০০ভাগ প্রতিবন্ধী ভাতাসহ সকল সুবিধা সুষ্ঠুভাবে বন্টন করেছেন। সরকারি সুবিধার পাশাপাশি নিজ উদ্যোগে অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে অসামান্য অবদান রেখেছেন করোনাকালীন সময়ে। চেয়ারম্যান কবির হোসেন বিশ্বাস একান্ত আলাপচারিতায় বলেন,আমি দলীয় প্রতিশ্রুতি রক্ষা করেই প্রধানমন্ত্রী’র দিক-নির্দেশনা মোতাবেক জনগণের সেবক হিসেবে এই ৫বছর কাজ করেছি। আমি আমার বিশ্বাসের জায়গা থেকে আশাবাদী দলীয় মনোনয়ন আমিই পাবো। এছাড়াও প্রতিদিন এলাকার ভোটারদের সাথে কুশল বিনিময়, পাড়া-মহল্লায় আলোচনা ও দূরত্ব বজায় রেখে গণসংযোগ অব্যাহত রেখেছেন। বিগত সময়ের ভুলত্রুটি শুধরে নিয়ে নতুনভাবে ইউনিয়নকে গড়ে তোলার প্রতিশ্রুতিও দিচ্ছেন।
তিনি আরও বলেন, করোনার এই ক্রান্তিকালে আমি নিজের কথা ভাবিনি, ভেবেছি অসহায় মানুষের কথা। ছুটে গিয়েছি তাদের কাছে এবং সমাধান করেছি নানা ধরণের সমস্যা। গ্রামের পাড়ায় পাড়ায় সরকারি সহযোগিতা ছাড়াও নিজ উদ্যোগে হাজার হাজার পরিবারকে খাদ্যসামগ্রী ও অর্থ বিতরণ করেছি। এছাড়াও সাবান, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেছি। বিপদে আপদে সবসময় অভিভাবকের মত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: কবির হোসেন বিশ্বাস বলেন, সার্বক্ষণিক সেবা প্রদান করায় সাধারণ মানুষের ভালোবাসা, বিশ্বাস ও আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি, ইউনিয়নবাসী আমাকে আবারো নলডাংগা ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চাই। জননেত্রী শেখ হাসিনা এবার দলের ত্যাগী, পরিচ্ছন্ন নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছেন। আমি বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেলে আমি জনগণের বিপুল ভোটে বিজয়ী হয়ে ইউনিয়নের অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে পারবো ইনশাল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

Ads 1