ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু নিজস্ব উদ্যোগে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। ধারাবাহিকতার অংশ হিসেবে সোমবার সকালে ঝিনাইদহ পৌরসভার ২ নং ওয়ার্ডের নতুন হাটখোলা ও পার্কপাড়া এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু নিজে উপস্থিত থেকে দরিদ্র অসহায় শীতার্ত মানুষের মাঝে এ সময় ১’শ কম্বল বিতরণ করেন।
এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।